Skip to main content

Welcome to Cord Physiotherapy Center, your trusted partner in rehabilitation and pain management. Led by Dr. Kamrul Hassan, our center is committed to providing top-quality physiotherapy services tailored to your individual needs.

Located at 1284 O.R. Nizam Road, Mazar Ln, Chittagong 4203—just opposite Badnasha—Cord Physiotherapy Center offers a welcoming and professional environment for patients seeking effective treatment for musculoskeletal conditions, sports injuries, neurological disorders, and post-surgical recovery.

Our team of experienced physiotherapists uses evidence-based techniques, advanced equipment, and personalized treatment plans to help you regain mobility, reduce pain, and improve your overall quality of life. Whether you need rehabilitation, pain relief, or preventive therapy, we are here to support your journey to better health.

At Cord Physiotherapy Center, your well-being is our priority. Contact us today to book an appointment and take the first step toward a healthier, pain-free life.

About Dr. Kamrul Hasan

  CORD (Center of rehabilitation for the disable) ২০০৬ সাল থেকে বিশেষজ্ঞ ফিজিওথেরাপী চিকিৎসক কামরুল হাসান এর তত্ত্বাবধানে ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি), সহ সংশ্লিষ্ট কর্মীদের সমন্বয়ে ইউরোপ-ইন্ডিয়ান যন্ত্রপাতির মাধ্যমে ইলেক্ট্রোথেরাপি, দক্ষ ফিজিও হাতে ম্যানুয়াল থেরাপি সহ বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপির মাধ্যমে বিভিন্ন ধরনের বাত-ব্যথা, আঘাত ও খেলাধুলায় আঘাতজনিত সমস্যা ও স্ট্রোক জনিত হ্যামিপ্লেজিয়া, প্যারালাইসিস, প্রতিবন্ধিতাজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি ও রিহ্যাব সেবা প্রদান করা হয়।

এখানে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন ডা.কামরুল হাসান (পিটি), যিনি গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল (জি.ইউ)গনবিশ্ববিদ্যালয়,ঢাকা চিকিৎসা অনুষদের অধীনে ২০০৫ সালে ইন্টার্নশীপ সহ ৫ বছর মেয়াদী ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগে এক বছরের ২০১১সালে এমএসসি,ফিজিওথেরাপি ইন এডভান্স নিউরোলজি (এমপিটি) উচ্চত্তর ‍ডিগ্রি লাভ করেন, তাছাড়া তিনি মাস্কোলোস্কেলেটাল ও নিউরোলজিক্যাল বিভিন্ন কন্ডিশনের উপর আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গবেষণা করেন। যা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়। বর্তমানে ২০০৬ সাল থেকে কর্ড ফিজিওথেরাপি সেন্টার চট্টগ্রাম শহরে সফলতার সহিত কন্সালটেন্ট নিউরো ফিজিওথেরাপী বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।তাছাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল চট্টগ্রাম সিনিয়র ফিজিওথেরাপীস্ট হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশে ফিজিওথেরাপি ইতিহাস(বর্তমান)

বাংলাদেশে ফিজিওথেরাপি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্দেশনা অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানের স্বাধীন এবং স্বতন্ত্র পেশা। মহান মুক্তিযুদ্ধ অবসানের পর যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের চিকিৎসা এবং পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন সোহরাওয়ার্দী হাসপাতালে ১৯৭২ সালে আমেরিকান অধ্যাপক ডা. আর.জে.গার্স্ট এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের অধীনে সরকারিভাবে ফিজিওথেরাপি ¯œাতক কোর্স চালু হয়। ১৯৭৮ সালে ২টি ব্যাচ ডিগ্রি লাভের পর কোর্সটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ইন্টার্ণশিপ সহ ৫ বৎসর মেয়াদী ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) প্রফেশনাল কোর্স ১৯৯৫ সালে চালু হয়। স্বতন্ত্র কাউন্সিল না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ ও স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিপ্রাপ্ত ফিজিওথেরাপিস্টগণ পেশাগত রেজিস্ট্রেশন লাভের পর রেজিস্টার্ড ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার হিসাবে স্বাধীনভাবে চিকিৎসা প্রদান করেন।

উল্লেখ্য মহান জাতীয় সংসদের ২০১৮ ইং সনের ৭১নং আইন যাহা ১৪ নভেম্বর, ২০১৮ ইং গেজেট নথিভুক্ত এবং “বাংলাদেশ বিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮” নামে অভিহিত। এই আইন অনুসারে ফিজিওথেরাপিস্টগণ তাদের পেশাগত দায়িত্ব পালন এবং ফিজিওথেরাপি ও রিহ্যাব সেন্টার পরিচালনা করবেন।